প্রতিনিধি ভৈরব : “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এ প্রতিপাদ্যে ভৈরবে ভূমি সেবা সপ্তাহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ভূমি অফিস চত্বরে ফিতা ও কেক কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন। এসময় তিনি বলেন ডিজিটাল ভূমি সেবায় বদলে যাচ্ছে দিনকাল। ভূমি সেবা এখন থেকে অনলাইনেই পাওয়া যায়। দেশের যে কোন স্থানে এমনকি বিদেশে থেকেও নিজের মোবাইল থেকে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন।
এখন থেকে অনলাইনে নেওয়া হয় জমির খাজনা। একই সাথে অনলাইনে আবেদন করা সেবাগ্রহীতাদের নাম জারীর খতিয়ান ও ডিসিআর প্রদান করা এবং কারেন্ট খাজনা নেয়া হয়। এ সময় সকল শ্রেণির ভূমি মালিককে রেজিস্ট্রেশনের আওতায় আসার আহŸান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব প্রেসক্লাবে সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, ভৈরব রিপোর্টাস ক্লাবের সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ও শহর পুলিশ ফাঁড়ি ইনচার্জ শফিকুল ইসলাম শ্রীনগর ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ ভূমি অফিসের নাজির মো. আবু ছালেক, সার্ভেয়ার মো.আবু খায়েরসহ উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।