স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের জন্য স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ে দু’দিনের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দ্বিতীয় ও শেষে দিনে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। গতকাল রবিবার বিকেলে সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালার আলোচক মোঃ শফিকুল ইসলাম, যুগ্ন পরিচালক প্রশিক্ষণ ও পরামর্শ, এনআইএলজি, ঢাকা। সনদপত্র বিতরণের শুরুতেই কর্মশালার সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকার তৃণমূলে এক বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করছে।
তাই আমাদের সম্পদ আহরণ ও সম্পদের যথাযথ বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে। আর স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, অন্তর্ভুক্তিমুলক, জ্ঞানভিত্তিক বুদ্ধিগত এবং উদ্ভাবনী। দু’দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ১১ ইউপি চেয়ারম্যানসহ মেম্বার, মহিলা মেম্বার, সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটারগণের মধ্যে সনদপত্র বিতরন করা হয়।