স্টাফ রিপোর্টার : সদরের মহিনন্দ কাশোরারচর গ্রামের পাঠান বাড়ি জামে মসজিদের সম্মুখের রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: মনসুর আলী। গতকাল মঙ্গলবার পাকাকরণ কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য মো: রফিকুল ইসলাম রফিক, সমাজসেবক ডা: মো: আব্দুল হেলিম, মো: নাসির উদ্দিন, যুব লীগ নেতা মো: রাসেল মিয়া, মাও: মো:শামীম মিয়া, মো: সাদেক মিয়া, মো: জালাল উদ্দিন প্রমুখ।
কাশোরারচর গ্রামের পাঠান বাড়ি জামে মসজিদের সম্মুখের রাস্তাটি একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে যেত। হাটু সম কর্দমাযুক্ত রাস্তার উপর দিয়ে আশপাশের বাসিন্দারা যাতায়াত করতেন। কষ্ট লাগবের জন্য স্থানীয় সরকার ও ইউনিয়ন উন্নয়ন প্রকল্পের আওতায় মহিনন্দ ইউনিয়ন এর চেয়ারম্যান মো: লিয়াকত আলী সার্বিক তত্ত¡াবধানে রাস্তাটির কাজ সম্পন্ন হওয়ার পথে। এসময় চেয়ারম্যান লিয়াকত আলী সকল উন্নয়ন কাজে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন সকলের সহযোগিতায় মহিনন্দ ইউনিয়নের সকল উন্নয়ন কাজকে ত্বরান্বিত করতে কাজ করে যাচ্ছেন এবং স্মার্ট ইউনিয়ন উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।