স্টাফ রিপোর্টার : হোসেনপুর উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য সচিব ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের নিয়ে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্স অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার ও মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী এ কোর্সে ৯০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উক্ত কোর্সের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আল আমিন অপু ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছাবিয়া পারভীন জেনি।
কোর্সের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন কোর্স রিসোর্স পার্সন ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো: ওমর ফারুক পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: এহছানুল হক।
কোর্সের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশানিক কর্মকর্তা স্বপন কুমার বর্মন।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে স্থানীয় সম্পদ আহরণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে নিজস্ব সম্পদ হতে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, স্থানীয় সম্পদ ও এর উৎস চিহ্নিত করা, আয়ের উৎস সমূহ হতে নিয়মানুযায়ী আয় করে তহবিল সংগ্রহে অনুপ্রাণিত করা, টেকসই উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সম্পদ আহরণের সম্পর্কিত ধারণা প্রদান করা হয়।
কোর্স শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিরতণ করা হয়।