এই দিনের ছড়া
বাজার গরম
সুবীর বসাক
আবহাওয়া শীতল হলো
বাজার গেলো চড়ে
দাম শুনে যে ক্রেতা এখন
হোঁচট খেয়ে পড়ে।
গেলো হপ্তা দাম ছিলো যা
দ্বিগুণ হলো আজ
দাম কমানো দাম বাড়ানো
সিন্ডিকেটের কাজ।
চাষি খেতে ফসল ফলায়
ফেলে মাথার ঘাম
বেচতে গিয়ে পায় না কভু
তারা ন্যায্য দাম।
মধ্যস্বত্বভোগী যারা
জিনিস করে স্টক
বাজার গরম করে খোলে
গোডাউনের লক।