প্রতিনিধি নিকলী : নিকলীর হাওড়া অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ নিধন বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। নিকলী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচারিত অভিযানে ছিলেন এএসআই মাইদুল ও তার সঙ্গীয় ফোর্স, মৎস্য অফিসের স্টাফবৃন্দ ও সাংবাদিক আব্দুর রহমান রিপন।
উপজেলার গুরুই হাওরে গতকাল সকাল ১১টায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০০০ মিটার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। জব্দকৃত জালগুলো নিকলী বেড়িবাধে নিয়ে এসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে মৎস্য কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম বলেন, হাওরাঞ্চলে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে জেলেদের সচেতন করা হয়েছে এবং দেশীয় মাছ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।