প্রতিনিধি তাড়াইল : তাড়াইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে গতকাল সকাল ১০টায় জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার চারটি বিদ্যালয় দুটি গ্রুপে অংশগ্রহণ করে। ক-গ্রুপে ছিল কাজলা উচ্চ বিদ্যালয় ও সহিলাটি উচ্চ বিদ্যালয়। খ-গ্রুপে ছিল পুরুড়া উচ্চ বিদ্যালয় ও হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ক-গ্রুপে বিজয়ী দল পুরুড়া উচ্চ বিদ্যালয় ও খ-গ্রুপে বিজয়ী দল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় দল (রুবিয়া ইসলাম রজনী, অনাবি বর্মন ও শায়লা সিদ্দিকী প্রতিভা)।
চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয়বস্তু ছিল ‘তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় মুখ্য ভূমিকা রাখতে পারে’। বিষয়বস্তুর পক্ষে অংশগ্রহণ করে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রুবিয়া ইসলাম রজনী।
বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নুরজাহান বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত।
প্রতিযোগিতা শেষে তাড়াইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ভূঞা বাবুলের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা মনসুর আলী আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ভূঞা, দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক রোমান উদ্দিন।
অনুষ্ঠানে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ফারুখ উদ্দিন আহমেদ, তাড়াইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদির, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুতুব উদ্দিন আহমেদ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সবাই সচেতন হলেই কেবল দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। দুর্নীতি প্রতিরোধ করতে না পারলেও দুর্নীতিবাজকে ঘৃণা করে দুর্নীতি রোধ করা সম্ভব। আর তাহলেই সুন্দরভাবে আমাদের এই বাংলাদেশ গড়া সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা বলেন, ভবিষ্যৎ প্রজন্ম যেন দুর্নীতির কালো ছায়ার কড়াল গ্রাসে না পড়ে সেই লক্ষ্যে শিক্ষার্থীদের এখন থেকেই দুর্নীতি বিরোধী চেতনায় উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে ক্রেস্ট তুলে দেন ও দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।