এই দিনের ছড়া
সড়ক দুর্ঘটনা
সুবীর বসাক
যমদূত যে লুকিয়ে থাকে
পথের বাঁকে বাঁকে
মৃত্যু এসে যখন খুশি
হাতছানিতে ডাকে।
রাস্তাঘাটে মরণ যেন
ঘুরছে পিছে পিছে
পিষ্ট হবার ভয়ে থাকি
বাস-ট্রাকের নিচে।
চালক যদি আনাড়ি হয়
বাড়ে মৃত্যুঝুঁকি
দুই বাসেতে লাগতে পারে
তখন ঠোকাঠুকি।
প্রতিদিনই সড়কপথে
দুর্ঘটনা ঘটে
আহত নয় নিহত হন
কত লোক যে স্পটে।