এই দিনের ছড়া
ছাগলকাণ্ড
সুবীর বসাক
পনেরো লাখে ছাগল কিনে
ছবি যে পোস্ট করা
এবার বুঝি পিতা-পুত্র
খেলো যে রামধরা।
পিতা যে হয় বড়কর্তা
পুরোই ধড়িবাজ
শিবির দিয়ে জীবন শুরু
লীগের ‘চ্যালা’ আজ।
সারাজীবন অগাধ আয়
করে অসৎ পথে
জানতো কে বা ছাগল কিনে
পড়বে মুসিবতে।
এবার বুঝি সব যে গেলো
তার যা আছে মান
পুরোনো সব নথিপত্রে
দুদকে দেয় টান।