স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী ও গ্রামীন ঐতিহ্যবাহী হাড়িভাঙা খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২১ জুন) বিকেলে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, জেলা কৃষক লীগের সভাপতি, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ।
প্রেসক্লাবের সহ সভাপতি তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক বোরহান উদ্দিন ও কাউন্সিলর মাহমুদুল হাসান রাসেল।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের মাঝে এক প্রকার প্রতিযোগিতা চলে তা হলো কার আগে কে সংবাদ প্রেরণ করবে। দ্রæত সংবাদ মানুষের কাছে পৌছে দেয়া ভালো তার প্রয়োজনীয়তা রয়েছে। তবে সেক্ষেত্রে খবরের সত্যতা নিশ্চিত হয়ে আপনারা রিপোর্টটি তৈরি করবেন। যাতে আপনার প্রতিটি প্রতিবেদন বস্তুনিষ্ঠ হয়। সেদিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে।
কারো কাছ থেকে তথ্য পেলে তার সত্যতা যাচাই-বাছাই করা খুবই প্রয়োজন। এমন সংবাদ প্রকাশ করা উচিত নয়,যেটি দেশ ও সমাজের ক্ষতি হয়। এছাড়াও সকল সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, সাংবাদিকতার পাশা পাশি ছোট হোক কিংবা বড় হোক কিছু একটা করা দরকার সকলেরেই। তাহলে কেউ কোন খারাপ মন্তব্য করতে পারবেনা।
এ এছাড়াও বক্তব্য রাখেন পাকুন্দিয়া প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি, যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম সাঈদুল ইসলাম,দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার মফস্বল সম্পাদক ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি শামসুল আলম শাহীন, সাবেক সহ সভাপতি এম শাহজাহান ও সাবেক সহ সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন কিশোর, পাকুন্দিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আ.ন.ম তানভীর হায়দার, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রাজন সরকার, কোষাধ্যক্ষ ক.ম. মুহিবুল্লাহ বচ্চন, চ্যানেল আই জেলা প্রতিনিধি এস.কে রাসেল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম ও সিনিয়র সাংবাদিক সদস্য মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে প্রেসক্লাব প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে বাঙালি জাতির পুরাতন ইতিহাস ও লোকজ ঐতিহ্য বহনকারী হাড়িভাঙ্গা খেলা উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, জেলা কৃষক লীগের সভাপতি, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ।
আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সকল সাংবাদিকগন ঐহিত্যবাহী গ্রামীন হাড়িভাঙা খেলায় অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়াও খেলায় অংশগ্রহণকারী সকলকে শান্তনা পুরষ্কার প্রদান করা হয়।
এসময় পাকুন্দিয়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক দিলিপ রবিদাস, ওমর ফারুক, ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি এনামুল হক হৃদয়সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।