স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ সদরের মাইজখাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (তারু) এবং তার সহযোগীদের বিরুদ্ধে ভিজিএফ চাল আত্মসাৎ সহ ইউনিয়ন পরিষদের প্রকল্পে দ‚র্নীতি করায় কিশোরগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।
জানা গেছে ১৫/০৬/২০২৪ সরকারী বরাদ্দ কৃত ভিজিএফ-এর ৪৪,৪৭০ কেজি চাল প্রতি জন ভিজিএফ কার্ডধারীকে ১০ কেজি করে বিতরণ করার দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপ সহকারী কৃষি কর্মকর্তা বিতরণ সম্প‚র্ণ করে ২২,৮২০ কেজি চাল ইউপির গোডাউনে রেখে চেয়ারম্যান, সচিব ও অন্যান্যদের সামনে তালা বদ্ধ করা হয়।
১৬/০৬/২০২৪ ট্যাগ অফিসার জানতে পারেন যে গোডাউনের মাল চুরি হয়ে গেছে। তৎক্ষণাৎ গোডাউনে গিয়ে সকল মালামাল গনণা করে ১৮২০ কেজি চাল কম পায়। এ ব্যাপারে ইউএনও সদর কিশোরগঞ্জ কে বিষয়টি জানালে ট্যাগ অফিসার মোঃ নবী হোসেন কে আইনগত ব্যবস্থার নির্দেশ দিলে তিনি ১৬/০৬/২০২৪ একটি মামলা দায়ের করেন। কিশোরগঞ্জ মামলা নং ১৬ তারিখ ১৬/০৬/২০২৪ ইং আাদালত হুলিয়া দেয়ায় বর্তমানে আসামিরা পলাতক আছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন সদর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অন্যান্য সদস্যরা সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্যরা এতদ বিষয়ে প্রতিবাদ করায় তারা চেয়ারম্যান কর্তৃক হেনস্তার শিকার হন বলে জানিয়েছেন।
মাইজখাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ব্যবসায়ী আবুল কালাম আজাদ (তারু) দীর্ঘ দিন চেয়ারম্যান থাকায় পরিষদের ১% রাজস্ব আয় উপজেলা পরিষদের তহবিল বরাদ্দ, ভিজিএফ, ভিজিডি, মা ও শিশু কর্মস‚চি ভাতা, অতিদরিদ্রদের জন্য টিআর, টিসিবি, কাবিখা, কাবিটা প্রকল্পে দ‚র্নীতি করে আসছিল যা মহিলা মেম্বার গণ তার প্রতিবাদ করে।
এরই প্রতিবাদে ২০ জুন বৃহস্প্রতিবার বিকাল তিনটায় কিশোরগঞ্জ সদরের জালালপুর বাজারে মাইজখাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ তারু এর দ‚র্নীতির বিরুদ্ধে এলাকার তিন সহস্রাধিক মানুষ প্রতিবাদী হয়ে এক মানব বন্ধন করেছে।
গণ দাবীর সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে সমর্থন ম‚লক বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, মাইজখাপন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজুল ইসলাম, সংক্ষিত মহিলা মেম্বার মোছাহ রুমা আক্তার, ফাতেমা আক্তার ও মোছাঃ ময়না।