কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে পদ্মা অয়েল ডিলারের দোকানে ঢুকে সজিব (২৫) নামে এক মাদকাসক্ত যুবক নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এমতাবস্থায় দোকানের কর্মচারীরা তাকে তাড়ানোর সময় সে দৌড়াদৌড়ি শুরু করলে দোকানে রাখা ধায্য পদার্থে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে কটিয়াদী পুরাতন বাজারে।
পদ্মা অয়েল ও কীটনাশকের ডিলার দৈনিক সংবাদ এর কটিয়াদী প্রতিনিধি ও কটিয়াদী প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয় লাল রায় এবং তার ভাই সার ও কীটনাশকের ডিলার পরিতোষ লাল রায়ের দুটি দোকান, দোকানে রাখা নগদ টাকা, পেট্রল, অকটেন, কেরোসিন, কীটনাশক, সার ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
মাদকাসক্ত সজিব মিয়া উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দী গ্রামের আবু বক্করের ছেলে। নিজের শরীরে আগুন দেয়া গুরুতর আহত সজিবকে উপস্থিতি লোকজন চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুনে পুড়া রোগীর চিকিৎসা না থাকায় মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা আক্তার জানান, আহত সজিবের গলার নিচে সাড়া শরীর পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বাজারে আগুন লাগার সংবাদ পেয়ে কটিয়াদী ফায়ার সার্ভিসের লোকজন এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হন।
কটিয়াদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আতিকুল আলম জানান, বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা এখনো সম্ভব হয়নি।
পদ্মা অয়েল ও কীটনাশক ডিলার প্রিয় লাল রায়ের বড় ছেলে দেবাশীষ রায় পার্থ জানান, সজিব নামে এক মাদকাসক্ত উন্মাদ দোকানে ঢুকে কন্টিনারে রাখা পেট্রল তার শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এমতাবস্থায় তার শরীর থেকে আগুন ধায্য পদার্থে লেগে মুহূর্তের মধ্যে সাড়া ঘরে ছড়িয়ে পড়ে। এসময় পাশেই থাকা আমার চাচার কীটনাশক ও সার ডিলারের দোকানে ছড়িয়ে পড়ে। ফলে দুইটি দোকানেরই নগদ টাকা, মালামাল ও দোকান ঘর পুড়ে যায়। দুই দোকানে আমাদের দেড় কোটি টাকার মত ক্ষতি হয়েছে।
বাজারে আগুন লাগার সংবাদ পেয়ে সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মঈনুজ্জামান অপু, পৌর মেয়র শওকত ওসমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম ঘটনাস্থল পরিদর্শন করেন।
সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন জানান, মাদকাসক্ত এক যুবক তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ফলে তার শরীর থেকে দোকানের ধায্য পদার্থে আগুন লেগে যায়। গুরুতর আহত মাদকাসক্ত যুবক সজিবকে চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়েছে।