প্রতিনিধি তাড়াইল : ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় উপজেলার ট্টলারঘাট দলীয় কার্যালয়ে মাওলানা এনামুল হক এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হুসাইন তালুকদার।
এসময় তিনি বলেন, ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ ভাগাভাগি করে নিতে সারা বিশ্বের সকল মুসলমানরা বছরে ২টি দিবসে অর্থাৎ ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে ঈদগাহে উপস্থিত হয়ে দু’রাকাআত সালাত আদায় করেন এবং পারষ্পরিক সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দর রউফ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান (মিজান), সহ-প্রচার সম্পাদক মুহাম্মাদ দেলোয়ার হোসেন জিহাদী, অর্থ সম্পাদক আব্দুল হেকিম, দপ্তর সম্পাদক আনোয়ার শাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি, তাড়াইল উপজেলা শাখার নায়েবে ছদর মাওলানা ওবায়দুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।