ভ্রাম্যমান প্রতিনিধি : পাকুন্দিয়া উপজেলাধীন পাটুায়াভাঙ্গা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্যোগে গর্ভবতী মহিলাদের নিয়ে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। আজ সকাল ৯টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শামসুল আলম। সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গাইনি বিশেষজ্ঞ ড. ফারজানা জামান (পুনম), উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কমল কৃষ্ণ দে।
সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ নুরুলহুদা, মোঃ বোরহানউদ্দিন, দৈনিক শতাব্দীর কণ্ঠের প্রতিবেদক মোঃ ওমর ফারুক আকন্দ সহ পাটুায়াভাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও মাঠকর্মীবৃন্দ।
অবহিতকরণ সভায় পাটুায়াভাঙ্গা ইউনিয়নের প্রায় ১০০ জন গর্ভবতী মহিলা অংশগ্রহণ করে। তাদের ওজন মাপা ও অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিনামূল্যে ওষধ বিতারণ করা হয়।