এই দিনের ছড়া
সর্পভীতি
সুবীর বসাক
রাস্তাঘাটে চলাফেরায়
টানতে হবে ইতি
দড়ি দেখলে আঁতকে ওঠি
মনে সর্পভীতি।
এমন কথা কেউ শোনেনি
দৌড়ে এসে সাপে
মস্তকে বা স্কন্ধে কারো
ওঠেছে এক লাফে।
আসলে সাপ নিজেই ভীতু
কজন এটা জানে
মানুষ দেখে প্রাণ বাঁচাতে
ভয়ে ছোবল হানে।
একটি কথা- কাটলে সাপে
ডাকবে না তো ওঝা
দ্রæতই যাবে রোগী নিয়ে
হাসপাতালে সোজা।