প্রতিনিধি করিমগঞ্জ : গত রবিবার (২৩ জুন) করিমগঞ্জ উপজেলার দেহন্দা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ হলরুমে পিস প্রেসার গ্রæপ (পি এফ জি) করিমগঞ্জ এর আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ইউনিয়নকে শান্তিপ‚র্ণ এবং স¤প্রীতিময় করার লক্ষ্যে সামাজিক স¤প্রীতি বিষয়ক কর্মশালা পরিচালিত হয়। উক্ত কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা, সকল রাজনৈতিক ও ধর্মীয় নেতা, নারী নেত্রী, নাগরিক সমাজের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দেহুন্দা ইউনিয়নের চেয়ারম্যান এবং পিস প্রেসার গ্রুপ করিমগঞ্জ এর পিস এম্বাসেডর এম এ হানিফের স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালা শুরু হয় এবং কর্মশালায় সহায়কের দায়িত্বে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এর প্রোগ্রাম অফিসারে ট্রেনিং ডিপার্টমেন্ট এর সদস্য সুখময় পাল, জেলা সমন্বয়কারী ময়মনসিংহ জেলা আ ন ম নাজম‚ল, সিনিয়র প্রোগ্রাম অফিসার খায়রুল বাশার, পিস কো অর্ডিনেটর তাড়াইল রবীন্দ্র সরকার। সার্বিক সহযোগিতা এবং আয়োজনে ছিল জেলা সমন্বয়কারী কিশোরগঞ্জ জেলা পলাশ কান্তি পাল।