প্রতিনিধি করিমগঞ্জ : করিমগঞ্জ উপজেলার উরদিঘী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবকদের স্বত:স্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়।
উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়। শেখ নজরুল ইসলামের বর্তমান সভাপতির প্যানেলের সবাই এ নির্বাচনে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা প্রতিদ্ব›দ্বী বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মো: এরশাদ উদ্দিন ৩২১ ভোট প্রথম, মো: নূরুল হক ৩০৮ ভোট দ্বিতীয়, মিলন মোল্লা ২৮৪ ভোট তৃতীয়, মো: সিরাজুল ইসলাম ২৬৬ ভোট চতুর্থ ও সংরক্ষিত মহিলা সদস্য মুন্নি বেগম ৩২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
উল্লেখ্য, উরদিঘী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ভোটার সংখ্যা মোট ৬৪৩ জন ও ভোট কাস্ট হয়েছে ৫৮১। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন করিমগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার শামীমা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন, গুনধর ইউপি চেয়ারম্যান আবু ছায়েম ভূঁইয়া রাসেল, উরদিঘী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেখ নজরুল ইসলাম, উরদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান আকন্দসহ পুলিশের একটি দল।