জামাল আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের ভৈরবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টায় শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে কিশোরগঞ্জ জেলা প্রশাসক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন যুব ও ক্রীড়ামন্ত্রী, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
উদ্বোধনী খেলায় ভৈরব পৌর একাদশ বনাম শিবপুর ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করে। পৌর একাদশকে ১-০ গোলে হারায় শিবপুর একাদশ। বালকদের খেলায় পর্যায়ক্রমে ৮টি দল অংশ গ্রহণ করবে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান পাপন এমপি বলেন, বাংলাদেশের মেয়েরা এখন আন্তর্জাতিকভাবে খেলা-ধুলায় অনেক দুর এগিয়েছে। আমরা চাই লেখা-পড়ার পাশাপাশি ছেলে-মেয়েরা খেলা-ধুলায় এগিয়ে যাক। খেলা-ধুলা করলে ছেলে-মেয়েরা শারীরিক ও মানসিকভাবে গড়ে উঠবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নুরে আলম, ভৈরব উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, ভৈরব উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবুল মনসুর, পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেণু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমূখ।