স্টাফ রিপোর্টার : ‘প্রথমবারের মতো দলের বেশকিছু বাচ্চা ছেলে বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেছে, খেলায় হারলেও ওরা ভয় পায় না। একদিন লড়াই করে জয়ী হয়েছে। এর আগে কখনও আমরা সুপার এইটে ওঠতে পারিনি। কিন্তু এ বছর সুপার এইটে ওঠেছি। আমাদের খেলোয়াড়রা সেরা সেরা বোলারদের ভয় পায় না। কিন্তু আমাদের বাচ্চা ছেলে তানজিদ তামিমকে ভয় পায়।
গতকাল দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, বড় বড় প্লেয়াররা চমকে উঠছে তানজিম সাকিবের বল দেখে। ও বল করে যে, একটুও ভয় পায় না। রিশাদ হোসেনও অসাধারণ বল করেছে। হারতে পারি আমরা, কিন্তু কাউকে ভয় পাই না।
নিজেদের প্রথম বিশ্বকাপে তানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসেন দুর্দান্ত বল করছেন। প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছেনম এ দুই বোলার, ছয় ম্যাচে নিয়েছেন ১১টি করে উইকেট। সুপার এইটে বাংলাদেশ ভালো করতে না পারলেও দুই তরুণের পারফরম্যান্সে আমরা মুগ্ধ। সরকারকে ক্রীড়াবান্ধব উল্লেখ করে নাজমুল হাসান পাপন আরো বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট’ থেকে উদীয়মান ও প্রতিভাবান ফুটবলার উঠে আসবে।
কিশোরগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট গতকাল সোমবার সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসক মো: মোহাম্মদ আবুলল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক প্রতিনিধি, রোভার স্কাউটস, গার্ল ইন রোভার স্কাউটস ও স্কাউটসের সদস্যরা নানা রঙের বেলুন উড়িয়ে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া ন‚র লিপি, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের (যুগ্মসচিব) আ.ন.ম তরিকুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ, পৌর মেয়র পারভেজ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ন‚রে আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো আবু রাসেল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফ, ছাত্রলীগের সাবেক সভাপতি লিমন ঢালী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা ইসলাম সুইটিসহ যুবলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে স্টেডিয়ামের গ্যালারিতে বসে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট’-এর খেলা উপভোগ করেন।
উদ্বোধনী শেষে প্রথম দিন মিঠামইন মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ, নীলগঞ্জ রফিকুল ইসলাম কলেজ, হোসেনপুর ডিগ্রী কলেজ, ওয়ালীনেওয়াজ খান কলেজ, সরকারি টেকনিক্যাল এন্ড কলেজ, গুরুদয়াল সরকারি কলেজ, এস আর ডি শামছ উদ্দিন ভুইয়া স্কুল এন্ড কলেজের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। মাসব্যাপী এই আসরে কিশোরগঞ্জ জেলার ২১টি কলেজ অংশগ্রহণ করছে।