এই দিনের ছড়া
ছাগল গেল কই?
সুবীর বসাক
মধ্যমাঠে বান্ধা ছিল
ছাগল গেল কই
খুঁটিও নাই দড়িও নাই
খুঁজি যে পইপই।
তার তালাশে সবাই দেখি
মরছে খেটে খেটে
দিনদুপুরে গেলি কি তুই
খ্যাঁকশিয়ালের পেটে?
ছাগল নিয়ে এখন দেশে
রটছে নানা কথা
আর দিয়ো না ‘ছাগল’ বলে
গালি যথাতথা।
ঘর ছেড়ে সে বনবাদাড়ে
করে কি ঘুরঘুর?
বলছি আমি তার কথা যে
‘ছাগল মতিউর’।