প্রতিনিধি তাড়াইল : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। আমিরুল ইসলামকে সভাপতি, কাওসার আহমেদকে সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকরাম হোসেন আজমান।
জানা যায়, তাড়াইল বাজার ট্রলারঘাট সংলগ্ন কার্যালয়ে গত (২২ জুন) রবিবার জাঁকজমকপ‚র্ণ পরিবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সম্মেলন ২০২৪/২৫ অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার এক বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি কাওসার আহমেদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভ‚ঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার তার বক্তব্যে নতুন কমিটির নেতৃবৃন্দকে অতিদ্রæত প‚ণাঙ্গ কমিটি গঠন করার জন্য আদেশ করেন। সম্মেলন শেষে ইসলামী ছাত্র আন্দোলনের উত্তরোত্তর উন্নতি কামনা করে মহান রবের দরবারে প্রার্থনা করা হয়।