স্টাফ রিপোর্টার : মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল দুপুর ১২টায় সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজে বাংলাদেশ মহিলা পরিষদের প্রয়াত সভাপতি হেনা দাস-এর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আরা লুৎফুন্নাহার। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন জেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মনিকা দাস। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক কামরুন্নাহার।
হেনা দাস-এর জন্ম, মৃত্যু, শিক্ষা, রাজনৈতিক, কর্মজীবন, পারিবারিক জীবন, শিক্ষক সমিতি ও বাংলাদেশ মহিলা পরিষদে অবদান সহ সকল লড়াই সংগ্রাম বিষয়ে ধারণপত্র বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাশেম। ধারণাপত্রের উপর আলোচনা করেন বাংলাদেশর কমিউনিস্ট পার্টির (সিপিবি) কিশোরগঞ্জ জেলা শাখা সভাপতি মো: আব্দুর রহমান ও প্রাক্তন সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।
গণতন্ত্রী পার্টি কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী, কলেজের সহকারী অধ্যাপক (সমাজ বিজ্ঞান বিভাগ) সাদেকুর রহমান, প্রভাষক আবুল হাসেম(সাধারণ ইতিহাস বিভাগ)। মহিলা পরিষদ থেকে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সালমা হক, সদস্য মাহফুজা আরা পলক (প্রভাষক কিশোরগঞ্জ মডেল কলেজ) প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের সহকারী অধ্যাপক (ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগ) মেহেরুন তাছনুভা লিপি। উপস্থিত ছিলেন কলেজের শিক্ষার্থীবৃন্দ।