এফএনএস : নীলফামারীর কিশোরগঞ্জে ভাত খাওয়ার সময় গলায় মাংসের হাড় আটকে নাহিদ হাসান নামে এক যুবক মারা গেছেন। গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার বসুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নাহিদ ওই গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা এরমান হোসেনের ছেলে। বাহাগিলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজাউদ্দোলা লিপটন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে বাড়িতে পরিবারের সঙ্গে গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছিলেন নাহিদ। এ সময় অসাবধানতাবশত নাহিদের গলায় এক টুকরা হাড় আটকে যায়। অনেক চেষ্টার পর গলায় বিঁধে যাওয়া হাড় বের করতে না পেরে প্রথমে তাকে কিশোরগঞ্জ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। কিশোরগঞ্জ থানার ওসি পলাশ মÐল জানান, ভাত খাওয়ার সময় গলায় মাংসের হাড় আটকে নাহিদ হাসান নামে এক যুবক মারা গেছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।