এই দিনের ছড়া
ইস্যুর দেশ
সুবীর বসাক
ইস্যুর পরে ইস্যু আসে
নেই ইস্যুর শেষ
তবে কি ভাই বলতে পারি
এটা ইস্যুর দেশ?
একটা ইস্যু শেষ না হতে
নতুন ইস্যু যোগ
আমজনতা শুধুই করে
এই যাতনা ভোগ।
হয় প্রতিদিন নানা ইস্যু
পত্রিকাতে ছাপা
নতুন ইস্যু আসার পরে
পুরান ধামাচাপা।
দেশে এখন চলছে শুধু
নানা ইস্যুর খেলা
ভোট ও ভাতের ইস্যু নিয়ে
দারুণ অবহেলা।