তাড়াইলে দুই লাখ টাকার অবৈধ রিং ও কারেরুহুল আমিন, প্রতিনিধি, তাড়াইল (কিশোরগঞ্জ) : মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মাখরামন বিল ও আশপাশের প্লাবিত এলাকায় উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ হাজার ৩শ’ ৮০ মিটার (২ লাখ টাকার) অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টায় উপজেলার দামিহা ইউনিয়নের মাখরামন বিল ও আশপাশের প্লাবিত এলাকায় অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দের অভিযান শুরু হয়ে দুপুর ১টা ৩০ মিনিটে শেষ হয়। ইঞ্জিন চালিত ট্রলার দিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিতের নেতৃত্বে তাড়াইল থানা পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ২৭টি অবৈধ কারেন্ট জাল ও ৪২টি রিং জাল জব্দ করে রাহেলা গ্রামের বিলের পাশে খোলা জায়গায় রাখা হয়। পরে দুপুর ২টায় মৎস্য অফিসের কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে মা মাছ রক্ষায় ও মাছের প্রজনন বৃদ্ধির সুযোগ সৃষ্টির জন্য এই অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ করা হয়। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ন্ট জাল পুড়িয়ে ধ্বংস