প্রতিনিধি, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের করিমগঞ্জে সৌদি প্রবাসী অপুর লাশ দেশে ফেরাতে বিশেষ সভা ও সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন। গত বুধবার (২৬ জুন) বিকালে করিমগঞ্জ বাজারের হাজী মার্কেটের দ্বিতীয় তলায় কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এ বিশেষ সভা অনুষ্টিত হয়।
কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক এইচ এম মুফতী আবদুল্লাহ সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সামির হোসেন সাকি ও বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী গোলাম মোহাম্মদ সুজন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেহুন্দা ইউনিয়নের চেয়ারম্যান এম এ হানিফ, দিগদাইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারোয়ার আলম, কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার আশরাফ টুটুলসহ আরও অনেকে। অনুষ্ঠানে সার্বিক সহায়তা করেন আব্দুল আউয়াল আনজু ও ফাউন্ডেশনের সভাপতি হাজী আনোয়ার হোসেন মৃধা।
এদিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের হাইধনখালী গ্রামের সুরুজ আলীর ছেলে অপু মিয়া গত সপ্তাহে সৌদি আরবের দাম্মাম শহরে মৃত্যু বরণ করেন। সৌদি আরবে নিহত অপুর বৈধতা না থাকায় তার লাশ দেশে পাঠাতে জটিলতা তৈরি হয়। নিহত অপুর মরদেহ দেশে ফেরত আনতে অনুষ্ঠানে সব ধরনের সহায়তার আশ্বাস দেন কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন।