স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এলাকাবাসির দেওয়া অভিযোগে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মামুন সরকার এ দণ্ডদেশ দেন। একই সঙ্গে মাদকাসক্ত ওই যুবককে দুইশত টাকাও জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম সাজ্জাদ হোসেন (২৩)। তিনি উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দগদগা গ্রামের মো. সোহরাব উদ্দীনের ছেলে। তাকে গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত গভীর রাতে এলাকাবাসি তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগ দেন।
এলাকাবাসি জানায়, ওই যুবক মাদক সেবন করে প্রায়ই এলাকায় উৎপাত করত।
সম্প্রতি তার উৎপাত ও অত্যাচারের মাত্রা বেড়ে যায়। সে রাতের আঁধারে অতি গোপনে এলাকার বিভিন্ন মানুষের ঘর ও খড়ের গাদায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিত। গত ১৫ দিনে এলাকার ৮-১০টি ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এ নিয়ে এলাকায় আতংক বিরাজ করছিল। কিন্তু কে বা কারা এ ঘটনা ঘটাচ্ছে কেউ শনাক্ত করতে পারছিল না।
এর ধারাবাহিকতায় বুধবার দিবাগত গভীর রাতে ওই এলাকার হিমেল মিয়ার ঘরে আগুন দেওয়ার সময় সাজ্জাদকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসি। খবর পেয়ে দুপুরে পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে তাকে সোপর্দ করে এলাকাবাসি।
দগদগা গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মামুন মিয়া বলেন, সে খুবই খারাপ প্রকৃতির ছেলে। সে গত ১৫ দিনে আমাদের ঘরসহ এলাকার বিভিন্ন মানুষের ৮-১০টি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। গতকাল (বুধবার) রাতে আমার চাচাতো ভাই হিমেলদের ঘরে আগুন দেওয়ার সময় এলাকাবাসি তাকে হাতেনাতে ধরে ফেলে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মামুন সরকার বলেন, ওই যুবক মাদকাসক্ত। এলাকাবাসির অভিযোগে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। সে নিজেও মাদক সেবনের কথা স্বীকার করেছে।