গণতন্ত্রী পার্টির উপদেষ্টা মন্ডলীর সদস্য, সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি, ছাত্র-শ্রমিক-কৃষক আন্দোলনের লড়াকু বর্ষীয়ান জননেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম সূর্য এর স্মরণে গণতন্ত্রী পার্টির উদ্যোগে আজ (২৮ জুন) বিকাল ৬টায় গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয় ৭৯, কাকরাইল (মায়াকানন) ঢাকায় শোকসভা অনুষ্ঠিত হবে। গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন সভায় গণতন্ত্রী পার্টির সকল নেতা, কর্মী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। গণতন্ত্রী পার্টির প্রচার সম্পাদক মো: কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।