প্রতিনিধি, কটিয়াদী : কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ডের এক মনোহারি দোকান থেকে দুই চোর দিন দুপুরে মনোহারী দোকান থেকে এক লক্ষ টাকা চুরি করে পালিয়ে গেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ডে কাসেম আলী তার মনোহরি দোকানে থাকা অবস্থায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে সে দ্রæত দোকান ফেলে বাইরে চলে যায়। সেই সময় তার দোকান সম্পূর্ণ খোলা ছিল।
কিছুক্ষণ পর দোকান মালিক দোকানে এসে তার ক্যাশ বাক্স খোলা দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। তখন আশপাশের দোকান থাকা লোকজন ও পথচারীরা দোকানে প্রবেশ করলে ঘটনা জানতে পারেন। দোকান মালিক কাশেম মালিক জানান, এক লক্ষ টাকার একটা বান্ডিল ক্যাশ বাক্সে রক্ষিত ছিল।
সেখানে একটি সিসি ক্যামেরা থাকায়, আশেপাশের দোকানদারা স্থানীয় গণ্যমান্যদের মাধ্যমে সিসি টিভি’র ফুটেজে দেখতে পান, এক চোর দোকানের বাঁদিকে অর্থাৎ যে দিক দিয়ে লোকজনের চলাচল বেশি সেদিক থেকে গামছা দিয়ে দোকানের সাইট বেড়া দিয়ে দুহাত লম্বা করে দাঁড়িয়ে আছে।
যাতে দোকানের ভিতরে কি হচ্ছে কেউ যেন দেখতে না পায়। সেই সুযোগে অপর গোলাপি জামা পরা চুর দোকানে ঢুকে ক্যাশবাক্সের ডালা সরিয়ে বাক্সে রক্ষিত এক লক্ষ টাকার একটি বান্ডিল নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। পরে দুই চুর এক সাথেই চলে যায়। ঘটনাটি এলাকায় খুবই চাঞ্চল্য সৃষ্টি করেছে।