এই দিনের ছড়া
ছাগল-বন্দনা
সুবীর বসাক
‘ছাগল’ বলে ওঠতে-বসতে
দাও আমাকে গালি
এই আমাকে নিয়েই লিখে
ফুরিয়ে যায় কালি।
খুললে টিভি টকশো শুনি
খবরে পাই নাম
ছিলাম অতি নীচু বংশ
হঠাৎ বাড়ে দাম।
আমিই নাকি ধরেছি এক
মস্ত বড় চোর
‘টক অব দি কান্ট্রি’ আমি
কাটছে না যে ঘোর।
পুলিশ-ডিবি দুদক মিলে
কাটছিল কি ঘাস?
ছাগল-বন্দনা এমন
চলুক বারো মাস।