প্রতিনিধি পাকুন্দিয়া : পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে বসবাসরত কলেজ শিক্ষকদের সমন্বয়ে গঠিত সংগঠন জাঙ্গালিয়া ইউনিয়ন কলেজ টিচার্স এসোসিয়েশন এর উদ্যোগে অবসর প্রাপ্ত দুই কলেজ শিক্ষকের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
অবসর প্রাপ্ত কলেজ শিক্ষক হলেন কটিয়াদি সরকারি কলেজ এর সাবেক সহকারি অধ্যাপক মো. রফিক উল্লাহ্ ও একই কলেজের সাবেক সহকারি অধ্যাপক মো.আব্দুর রশিদ।
গত (২৯ জুন) শনিবার জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সংগঠনের সভাপতি তৌফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ মো. কফিল উদ্দিন।
হোসেনপুর সরকারি কলেজ এর প্রভাষক সারোয়ার জাহান মিলন ও হাজী জাফর আলী কলেজের প্রভাষক শাহ আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া মহিলা অর্নাস কলেজ এর সাবেক অধ্যক্ষ মো. জসিম উদ্দীন, জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আ.জা.ম আকরাম উদ্দীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌফিকুল ইসলাম, সরকারি কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো: নুরুজ্জামান, চরকাওনা জনকল্যাণ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. আব্দুল আউয়াল, চরকাওনা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আজহারুল ইসলাম পলাশ, পাকুন্দিয়া শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ সংগঠনের পদাধিকার ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল থেকে আগত প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।