প্রতিনিধি পাকুন্দিয়া : পাকুন্দিয়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মোট ২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। উপজেলার তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাকুন্দিয়া সরকারি কলেজ, পাকুন্দিয়া মহিলা আদর্শ মহাবিদ্যালয় কেন্দ্রে বাংলা ১ম পত্র এবং মঙলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে কোরআন মাজীদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, পাকুন্দিয়া সরকারি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৫৭৬জন। এর মধ্যে অনুপস্থিত রয়েছেন সাতজন। এ কেন্দ্র থেকে বিএম শাখায় ২৫১জন পরীক্ষায় অংশ নেয়। এছাড়া পাকুন্দিয়া মহিলা আদর্শ মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছিল ৭৭০জন, এর মধ্যে অনুপস্থিত থাকে সাতজন পরীক্ষার্থী। অপরদিকে মঙলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে মোট ৩০১জন পরীক্ষার্থী কোরআন মাজীদ বিষয়ের পরীক্ষার্থী ছিলেন। যাদের মধ্যে ১৩জন অনুপস্থিত রয়েছেন।