প্রতিনিধি তাড়াইল : তাড়াইলে শিশু সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। গত (২৯ জুন) শুক্রবার গভীর রাতে উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের দশদ্রেæান গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী গত শনিবার মধ্যরাতে তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত আনু (২৫) একই গ্রামের নুরুল আমিনের ছেলে।
অভিযোগ স‚ত্রে জানা যায়, ভুক্তভোগী নারী দশদ্রেæান গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন।
নয় মাস বয়সী জান্নাত নামের একটি মেয়ে রয়েছে তার। স্বামী ঢাকায় কাঁচামালের ব্যবসা করেন। গত শুক্রবার রাত ৩টায় অভিযুক্ত কৌশলে আনুর বসতঘরে প্রবেশ করে মেয়ের গলায় ছুরি ধরে ভুক্তভোগী নারীকে বাড়ির পাশে পুকুরপাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘরে থাকা মেয়ের কান্নার শব্দে পাশের ঘরে থাকা লোকজন বেরিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী আরিফ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।