এফএনএস (কাপাসিয়া, গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় এক রাতে তিন কৃষকের ৭ গরু চুরি। গত শনিবার গভীর রাতে তরগাঁও ইউনিয়নের সোনারুয়া গ্রামে চুরির এ ঘটনাটি ঘটে। চুরিতে বাধাঁ দিলে ৪ গৃহকর্তা আহত হন।
জানা যায়, সোনারুয়া গ্রামের ব্যবসায়ী শাহিনুর আলম রিপনের গোয়াল ঘরের তালা ভেঙ্গে চোরেরা ৩টি অস্ট্রেলিয়ান জাতের গাভী একটি ট্রাকে উঠিয়ে নিয়ে পালিয়ে যাবার সময় বাড়ির লোকজন টের পায়।
ওই সময় রিপনের ছোট ভাই রুমান অপর ভাই সামসুল আলম ও ভাইপো তামিম একটি মোটর সাইকেল নিয়ে ট্রাকটিকে ধাওয়া করলে চোরেরা অস্ত্রের ভয় ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাদের ফেলে ট্রাক নিয়ে পালিয়ে যায়।
রিপন জানান, চুরি যাওয়া গরু গুলোর মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। চোরেরা ওই রাতে একই গ্রামের দরিদ্র আঃ লতিফের ২টি ষাড় গরু মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা এবং পাশের বাড়ির জাহাঙ্গীরের ২ লাখ টাকা মূল্যের ২টি গাভী চুরি করে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের বাড়ি গিয়ে ঘটনা জানতে পারেন। গরু চুরি বেড়ে যাওয়ায় গ্রামের কৃষক ও খামারীরা আতঙ্কে রয়েছেন। রিপন জানান, থানায় মৌখিক অভিযোগ দেয়া হয়েছে।