এফএনএস : মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত ফিদা ফিলিং স্টেশন ৮ বছরের শিশু বাচ্চা পাওয়া গেছে। গজারিয়া থানার এসআই সুজিত কুমার দাস জানান, সোমবার, সকাল অনুমান ১০টার দিকে গজারিয়া থানাধীন ভবেরচর ইউনিয়নের ভবেরচর সাকিনস্থ ফিদা পাম্পের সামনে ৭/৮ বছর বয়সেরে ছেলে শিশু পাওয়া গিয়াছে। শিশুটি তার নাম মোঃ আলী, পিতা-আব্দুল খালেক, মাতা-তানজিনা, বোন-খাদিজা, গ্রাম-মাইজখার (পূর্ব পাড়া), থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা বলে জানায়।
উল্লেখিত ঠিকানায় যোগাযোগ পূর্বক শনাক্ত করার প্রক্রিয়া চলমান আছে। শিশুটি বর্তমানে গজারিয়া থানা হেফাজতে আছে। শিশুটির পরিচয় পাওয়া গেলে বা কেউ চিনতে পারলে জরুরি ভিত্তিতে অত্র থানাকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
শিশুটি তার নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা বলতে পারে এবং সে বারবার কান্নাকাটি করে বাবা এবং মায়ের কাছে ফিরে যেতে চায়। তাই বর্তমানে বাচ্চাটি গজারিয়া থানার ডিউটি অফিসারের হেফাজতে রয়েছে থানার যোগাযোগের মোবাইল নাম্বার ডিউটি অফিসার-০১৩২০০৯৩৪৩১ অফিসার ইনচার্জ-০১৩২০০৯৩৪২৬।