এফএনএস : গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ, সোনারোয়া, জামিয়ার চর ও বড়পুশিয়া গ্রাম সহ বিভিন্ন স্থান থেকে কৃষকের ২০টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন। দিন দিন নতুন নতুন কৌশলে গরু চুরির ঘটনায় গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। সর্বশেষ উপজেলার চাঁদপুর ইউনিয়নের বড়পুশিয়া গ্রামের ছানাউল্লাহ মোড়লের ১টি বড় গাভী এবং একটি বকনা বাছুর রোববার গভীর রাতে চুরি করে নিয়ে গেছে। এতে কৃষকের ৪ লাখ টাকার ক্ষতি হয়ে।
ছানাউল্লাহ মোড়ল জানান, তাদের বাড়িতে ইটের প্রাচীর ঘেরা এবং গেইটে তালাবদ্ধ। প্রতিদিনের মতো গরুর ঘরে তালাবদ্ধ ছিল। সোমবার ভোর সাড়ে তিনটায় ঘুম থেকে উঠে গরুর ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। একটি পিজিয়ন জাতের দুধেল গাভী এবং একটি বকনা বাছুরের মূল্য ৪ লাখ টাকা হবে। মৌখিক ভাবে থানায় জানানো হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ছাড়া গত শুক্রবার গভীর রাতে কাপাসিয়ার জামিয়ার চর গ্রামের রোকেয়া বেগমের ৪ টি গরু গোয়াল ঘর থেকে চুরি হয়েছে। এর মধ্যে দুটি ষাঁড়, একটি গর্ভবতী গাভী এবং একটি বকনা বাছুরের মূল্য প্রায় ৬ লাখ টাকা হবে বলে রোকেয়া বেগম জানান। এর আগে গত শনিবার রাতে তরগাঁও ইউনিয়নের সোনারুয়া গ্রামের তিন কৃষকের ৭ গরু চুরি হয়েছে। চুরিতে বাধাঁ দিলে ৪ গৃহকর্তাকে আহত করে চোরের দল গরু নিয়ে পালিয়ে যায়। এ ছাড়া উপজেলার আমরাইদ গ্রাম থেকে গত কয়েকদিন আগে ৭ টি গরু চুরির ঘটনা ঘটেছে।