প্রতিনিধি মিঠামইন : মিঠামইন উপজেলার ১নং গোপদিঘী ইউনিয়নে ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেড়িবাঁধে গতকাল ধরা পড়েছে এক বিরল প্রজাতির বিষধর সাপ। স্থানীয় লোকজন ফিশারির কাটা (গাছের-ডালপালা) ফেলানোর কাজ করলে তাদের দৃষ্টিতে পড়ে এই বিষধর সাপটি।
তখন আশেপাশের লোকজনের মধ্যে বহুল আলোচিত রাসেলস ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সাপটি ফাইজুল নামে এক লোকের দিকে তেরে আসলে উপস্থিত লোকজন সাপটিকে মেরে ফেলে। সাপটি চিকন আকৃতির, ৭ ফুট লম্বা, শরীরের দুই দিকে ধ‚সর রঙের দাগ। লোকজন ভেবেছিল সাপটি রাসেলস ভাইপার হবে কিন্তু না সেটা দ্বারাশ প্রজাতির একটি সাপ।
স্থানীয় ডাক্তার পুলক চক্রবর্তী বলেন, আতঙ্ক হবার কিছু নেই এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত করা হয়েছে এবং গুজব ছড়াচ্ছে। বর্ষার মৌসুমে স্বাভাবিক ভাবে সাপের উপদ্রব বেড়ে যায়।
আমাদের করণীয় হবে বাড়ির চারপাশ, আঙ্গিনা ও ঝোপ ঝাড় পরিস্কার রাখা এবং আশেপাশের সর্বত্র বিøচিং পাউডার/কার্বলিক এসিড ছিটিয়ে রাখা। তিনি আরো বলেন, দুর্ভাগ্যবশত সর্প দংশন করলে দেরি না করে ওজা, কবিরাজ ও সাপুড়ের কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে রোগী প্রেরণ করা প্রয়োজন।