স্টাফ রিপোর্টার : হোসেনপুরে কিডনি বিকল হতে যাওয়া হতদরিদ্র রিকশাচালক সিরাজুল (৪২) ইসলাম অর্থসংকটে চিকিৎসা করাতে পারছেন না।
সে উপজেলার ৪ নম্বর আড়াইবাড়িয়া ইউনিয়নের পশ্চিম ধনকুড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
জানা যায়, তিনি জমি-জমা বিক্রি করে এতোদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু অর্থাভাবে সেখানে চিকিৎসা চালাতে ব্যর্থ হয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
সিরাজুলের পিতা সুলতান মিয়া জানান, রিকশা চালিয়ে এতোদিন তার সংসার ভালোই চলছিলো কিন্তু কিডনীতে সমস্যা হওয়ার পর রিকশা চালাতে পারছে না।
ফলে পরিবার-পরিজন নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছে। তাছাড়া ব্যয়বহুল এ রোগের চিকিৎসা করানোর মতো টাকা পয়সাও পরিবারের কাছে নেই।
তাই ছেলের সুচিকিৎসার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার। সাহায্য পাঠাতে সিরাজুলের বিকাশ একাউন্ট নম্বর (পার্সোনাল) ০১৭৩৫-৪৮৯৯৫৪ এবং নগদ একাউন্ট নম্বর ০১৭৯৬-৮৬৫২৭১ (পার্সোনাল)।