এই দিনের ছড়া
অজুহাত
সুবীর বসাক
সারা বছর দাম বাড়ে যে
নানান অজুহাতে
সকালে দর যা ছিল তা
বাড়িয়ে বেচে রাতে।
বর্ষাকালে বন্যা কারণ
গ্রীষ্মকালে খরা
অজুহাতের ছুতো পেলেই
বাজারে দাম চড়া।
দামের ঘোড়া ছুটছে বেগে
লাগাম ধরে কে যে
সংসারের হাল ধরতে
যায় বারোটা বেজে।
বাজেটে দাম বাড়লে বাড়ে
কমলে থাকে স্থির
আজব দেশে বাস করি যে
মুখেই সাজি পীর।