প্রতিনিধি তাড়াইল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সম্ভাব্য বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করতে বেসামরিক প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। তারই স‚ত্র ধরে তাড়াইল উপজেলা প্রশাসন আগাম প্রস্তুতি সভা করেছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর সভাপতিত্বে সম্ভাব্য বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, আগামী দিনে সম্ভবত আগস্টে দেশে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে- বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের এ প‚র্বাভাসের ভিত্তিতে বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলকে সম্ভাব্য বন্যা ও এর প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, এর পাশাপাশি প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন যে, আগস্ট মাসে সারা দেশে বন্যার আশঙ্কা রয়েছে। ওই সময় থেকে দেশে টানা বৃষ্টিপাতের পাশাপাশি প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ার প্রবণতা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মাশতুরা আমিনা, উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নুরজাহান বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক খান, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএস আবু মোতালেব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাপ ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস রহমান সহ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।