এই দিনের ছড়া
হাতি সমাচার
সুবীর বসাক
হাতি কী আর অর্থ চিনে
চেনাই তুমি-আমি
ট্রেনিং দিয়ে টাকা কামাই
করতে পথে নামি।
শহরে পথ সরু ভীষণ
মানুষ চলা দায়
দেখতে হাতি পথের পাশে
ভিড় যে জমে যায়।
দোকানে যায় গিয়ে দাঁড়ায়
বাড়িয়ে দেয় শুঁড়
কেউ বা দেয় টাকা বা কেউ
করে যে দূর দূর।
ঢিল ছুঁড়ো না হাতির দিকে
করো না হয়রান
ক্ষিপ্ত হলে যেতেই পারে
হাতির পায়ে প্রাণ।