কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার এসআই সঞ্জয় কুমার দে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গতাকাল (শুক্রবার) বিকেল সাড়ে ৩টার দিকে অষ্টগ্রাম থানাধীন ইকরদিয়া সড়কের তৈয়ব মিয়ার বিএডিসির পানির মেশিন ঘরের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে আসামি নজরুল ইসলাম সরদার (৪৪), পিতা কফিল উদ্দিন, গ্রাম- নারিকেলি, থানা-আক্কেলপুর, জেলা- জয়পুরহাট বর্তমানে সাং কয়ভবানীপুর, থানা-বদলগাছী, জেলা-নওগা’কে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ৩ (তিন) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।