ভ্রাম্যমান প্রতিনিধি : কিশোরগঞ্জে দেশের প্রখ্যাত পুস্তক প্রকাশক দি ইউনাইটেড প্রেস লিমিটেড (ইউপিএল)-এর প্রতিষ্ঠাতা প্রয়াত মহিউদ্দিন আহমেদের স্মরণসভা ও ঈদ প‚নর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত (৫ জুলাই) শুক্রবার সন্ধ্যায় কাজী নজরুল ইসলাম এভিনিউ কামরন মহিউদ্দিন ওয়েল ফেয়ার ট্রাস্ট বিল্ডিংয়ের নীচ তলায় কামরুন মহিউদ্দিন ওয়েল ফেয়ার ট্রাস্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ডাঃ মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও মহাসচিব মোঃ রুহুল আমিনের পরিচালনায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা নিজাম উদ্দিন, এডভোকেট শেখ নুরুন্নবী বাদল, মোবারক হোসেন সুমন, আব্দুর রহমান ভূইয়া বাবুল, ডাঃ মতিউর রহমান, সাদেক আহমেদ, সাংবাদিক সারোয়ার জাহান, আমিনুল হক সাদী, মোঃ মিজানুর রহমান প্রমুখ। বক্তারা বলেন জ্ঞানভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে মহিউদ্দিন আহমেদ বেছে নিয়েছিলেন প্রকাশনাকে। সেই সুবাদে তিনি দেশের প্রকাশনা শিল্পে সমৃদ্ধ করণে রেখেছেন অনন্য অবদান।
এ দিকে সম্প্রতি কিশোরগঞ্জ শহরস্থ নগুয়ায় কামরুন মহিউদ্দিন ওয়েল ফেয়ার ট্রাস্ট বাংলাদেশ এর সদস্য মোঃ মাসুদুর রহমান হাতি দিয়ে চাঁদা আদায়ের সময় হাতির আক্রমণে নিহত হওয়ায় গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাছাড়া এ ব্যাপারে খুব শীঘ্রই মানববন্ধন কর্মস‚চী কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদানসহ নানা দিকের উল্লেখ করেন যেন আর কোন মাসুদকে এভাবে নিহত হতে না হয়। অনুষ্ঠান শেষে হাতির আক্রমণে নিহত মাসুদুর রহমানে আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।