স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পৌর শহরের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।
ফাইনাল খেলায় জাঙ্গালিয়া ইউনিয়ন দল পাকুন্দিয়া পৌরসভা দলকে ট্রাইবেকারে ০৪-০২ গোলে হারিয়ে জয় লাভ করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান টিটু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শামছুদ্দোহা, ফরিদ উদ্দিন, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, চরফরাদী ইউপি চেয়ারম্যান আ. মান্নান প্রমুখ।
খেলার ধারা বর্ণনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক মো. হাবিবুল্লাহ তমিজ ও সাবেক খেলোয়ার রেজাউল করিম। খেলা পরিচালনায় ছিলেন জেলা ক্রীড়া সমিতির সদস্য আবুল কাশেম, সাইদুজ্জামান খোকন ও আবু বক্কর ছিদ্দিক।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।