প্রতিনিধি, করিমগঞ্জ : সৌদি আরবের জিবাইল শহরে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে নেওয়ার পর প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। গত রবিবার (৭ জুলাই) রাত ৩টায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত প্রবাসীর নাম ফরিদ উদ্দিন (২৮)। বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খয়রত গ্রামের আব্দুল কাদিরের ছেলে। ফরিদ ৩ বছর যাবৎ সৌদি আরবে বাস করতেন। সেখানে তিনি একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে বহু প্রবাসীর মৃত্যু হচ্ছে। মরুভূমির উত্তপ্ত গরম, অতিরিক্ত পরিশ্রম কিংবা মানসিক চিন্তায় এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।