এই দিনের ছড়া
ছাত্র-গুরুর লড়াই
সুবীর বসাক
ছাত্র নামে আন্দোলনে
সঙ্গে আছে গুরু
দাবি ভিন্ন- লড়াই তবু
একসাথেতে শুরু।
ছাত্রদের দাবি- বাতিল
করতে হবে কোটা
এই দাবিতে নামলো পথে
ছাত্রসমাজ গোটা।
ভার্সিটির শিক্ষকেরাও
ডাকেন ধর্মঘট
এই কারণে পরীক্ষা ও
বাঁধে সেশন জট।
‘প্রত্যয় স্কিম’ চান না তারা
তাই বাতিলের দাবি
সরকারের হাতে আছে
এ জট খোলার চাবি।