প্রতিনিধি নিকলী : নিকলীতে গতকাল বিকাল ৫টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা প‚জা উদযাপন পরিষদের সভাপতি বিপুল দেবনাথ, সহ-সভাপতি সজল দাস, সাধারণ সম্পাদক খোকন চন্দ্র সাহা, হিন্দু স¤প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার সাহা সুমন চন্দ্র সাহা তপন কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত রথযাত্রাটি নিকলী কেন্দ্রীয় হরিসভা থেকে যাত্রা শুরু করে দুপাহাটি শ্রীপতি ঠাকুরের বাড়িতে গিয়ে শেষ হয়। এ বিষয়ে জানতে চাইলে নিকলী কেন্দ্রীয় হরিসভার সভাপতি বিপুল দেবনাথ বলেন, সারা বিশ্বের মানবজাতির মঙ্গল কামনা ও সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখার লক্ষ্যে প্রতিবছর এই রথ যাত্রার আয়োজন করা হয়।