এফএনএস : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি বলেছেন, কাপাসিয়া হবে একটি স্মার্ট-আধুনিক ও আদর্শ উপজেলা। সকলে ঐক্যবদ্ধ ভাবে স্মার্ট ও আধুনিক কাপাসিয়া উপজেলা গড়ে তুলবো।
প্রতিমন্ত্রী গত শনিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সিংহশ্রী ইউনিয়নে ৮ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে সিংহশ্রী হেডকোয়ার্টার হতে আমরাইদ বাজার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং টোক ইউনিয়নে ৬ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে টোক হতে বড়িবাড়ী রাস্তা ভায়া কেন্দুয়াব রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, জনগণের অনেকদিনের দাবির পরিপ্রেক্ষিতে আজ এ দুটি রাস্তা উন্নয়নের কাজ শুরু করা হলো। সারাদেশের মতো কাপাসিয়া উপজেলার সকল শ্রেণিপেশার মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কাজ করছে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন কাজ পর্যায়ক্রমে সম্পন্ন হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা স্মার্ট আধুনিক কাপাসিয়া উপজেলা গড়ে তুলবো।
তিনি বলেন, মানুষের উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন অর্জন করা সম্ভব নয়। মানুষকেই মানুষের পাশে দাঁড়াতে হবে। একে অপরকে সহযোগিতা করতে হবে, শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রূপরেখা করতে হবে। এ সময় প্রতিমন্ত্রী নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত মেয়েদের বিবাহ না দেওয়ার জন্য আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাঈন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন আহমেদ সেলিম।
এর আগে শনিবার সকালে প্রতিমন্ত্রী গাজীপুর জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা প্রদান করেন। এতে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।