প্রতিনিধি পাকুন্দিয়া : পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ পালিত হয়েছে। গতকাল সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলা হল রুমে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: উমর ফারুক ভ‚ঞার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলার অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবর্গ উপস্থিত ছিলেন।