এই দিনের ছড়া
আঙুল ফুলে কলাগাছ
সুবীর বসাক
ভালো মানুষ তাই করতে
পারেনি কেউ আঁচ
কেমন করে আঙুল ফুলে
হন যে কলাগাছ।
ধর্মকাজে নিত্য করেন
দু’হাত খুলে দান
নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত
সবই ছিল ভান!
ছিলেন তিনি গাড়িচালক
সীমিত তার আয়
গাড়ি-বাড়ির হিসেব শুনে
মুÐু ঘুরে যায়।
আয়ের উৎস প্রশ্নপত্র
শুধু যে ফাঁস করা
সিআইডির তদন্তে খান
চক্রসহ ধরা।